ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ ভাদ্র ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

নির্বাচন পেছানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে প্রার্থীরা


প্রকাশ: ১৭ জানুয়ারী, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


নির্বাচন পেছানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে প্রার্থীরা

   

স্টাফ রিপোর্টার : নির্বাচন কমিশনের (ইসি) ভোট পেছানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলাম। এবং বিএনপি'র মেয়রপ্রার্থী ইশরাক হোসেন। এর প্রতিক্রিয়ায় আতিকুল ইসলাম বলেন, ইসির সিদ্ধান্তকে স্বাগত জানাই। আমরা যে অসাম্প্রদায়িক সম্প্রীতির দেশ তা প্রমাণ হলো। তিনি আরও বলেন, আমার বন্ধুর উৎসবে আমি যেতে পারবো না বা সে সুন্দরভাবে সবাইকে নিয়ে তার ধর্মীয় উৎসবটি পালন করতে পারবে না এটা আসলে হয় না। আমরা সবাই মিলে সবার ধর্মীয় উৎসব উদযাপন করবো। আমি এই সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। ঢাকা উত্তর সিটির বিএনপি প্রার্থী তাবিথ আউয়াল আনুষ্ঠানিকভাবে গণমাধ্যম কর্মীদের প্রতিক্রিয়া জানাবে বলে জানিয়েছেন। বিএনপি'র মেয়রপ্রার্থী ইশরাক বলেন, আমি প্রথম দাবি করেছিলাম নির্বাচন পেছানোর বা এগিয়ে আনার। যাতে করে পূজার দিনটিতে যাতে ভোট গ্রহণ না করা হয়। এটা কিন্তু আমি করেছিলাম। শনিবার রাতে প্রতিক্রিয়ায় তিনি বলেন আমি আনন্দিত। এবং নির্বাচন কমিশন বিচক্ষণতার পরিচয় দিয়েছে। ইশরাক বলেন, এসএসসি পরীক্ষার পিচালকে বড় বলে মনে করছেন না। কারণ মাত্র দুই দিন পেছানো হয়েছে পরীক্ষা। এতে পরীক্ষার কার্যক্রমে তেমন বাধাগ্রস্ত হবে না বলে মনে করছি। নির্বাচন পিছানোর ফলে প্রস্তুতিতে কোনো সমস্যা হবে বলে মনে করেন না বিএনপির মেয়র প্রার্থী। তিনি বলেন, যে সমস্যা টুকু হবে তা আমরা সহ্য করে নিতে পারি। ধর্মীয় অনুষ্ঠান টি স্পর্শকাতর' বিষয়। হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদের সঙ্গে আমি তাদের সঙ্গে আমি কাজ করি। যখন থেকে এই আলাপ-আলোচনা গুলো শুরু হয়েছে ওনারা আমার সঙ্গে যোগাযোগ করেছেন। তারা আমাকে বলেছেন আমি যাতে তাদের দাবিটি গণমাধ্যমের সামনে তুলে ধরি। ইসরাক বলেন, নির্বাচন কমিশন যখন তফসিল ঘোষণা করেছে তখনই বিষয়টিকে আরও গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত ছিল বলে আমি মনে করি। যারা অনুসরণ করছেন এই দাবিতে তাদের বিজয় হয়েছে। আমি তাদেরকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই তিনদিন যাবত আন্দোলন করেছেন আমি এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছি আগেই। আমি তাদের কাছে দাবি করব একইভাবে আগামীতে যাতে তাদের ভোট প্রদান করতে পারে সেই টির আন্দোলন যেন তারা করেন। কারণ তাদের ভোট দেওয়ার অধিকার তাদেরই।


   আরও সংবাদ