ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ ভাদ্র ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

আমরা সবাই সবার ধর্মীয় উৎসব পালন করব এটাই ঐতিহ্য : মিলন


প্রকাশ: ১৮ জানুয়ারী, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


আমরা সবাই সবার ধর্মীয় উৎসব পালন করব এটাই ঐতিহ্য : মিলন

   

স্টাফ রিপোর্টার : দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতিকের প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন বলেন, আমরা সবাই সবার ধর্মীয় উৎসব পালন করব এটাই বাংলাদেশের ঐতিহ্য , নির্বাচনের তারিখ পেছানোকে আমি স্বাগত জানাই। রোববার (১৯ জানুয়ারি) দুপুর ১২টায় গুলিস্থান গোলাপশাহ মাজারের সামনে থেকে নির্বাচনী প্রচারনা শুরু করেন। এসময়ে তিনি বলেন, নির্বাচন পেছানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জাপা মনোনীত মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম। রাজধানীর গুলিস্থান নির্বাচনী গণসংযোগকালে নির্বাচনের তারিখ পেছানো নিয়ে তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি ইসির এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। তিনি বলেন, সাবেক রাস্ট্রপতি এরশাদ সবসময়ই একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষে সব সময় কাজ করেছেন। ধর্ম যার যার উৎসব সবার। বাংলাদেশ হয়ে উঠবে সম্প্রীতির বন্ধনের উদাহরণ, যেখানে সবাই যার যার ধর্ম উৎসব মুখর পরিবেশে পালন করবে- আমরা সেটাই আশা করি। তাই নির্বাচনের তারিখ পেছানোকে আমি স্বাগত জানাই। ’স্বরস্বতী পূজোর দিনেই ভোটের দিন ধার্য হওয়ার বিষয়টি আসলে অনাকাক্ষিত ছিল। তারিখ পরিবর্তন হওয়ায় আমি সন্তুষ্ট। ভবিষ্যতে এই ধরণের বিষয়গুলো নির্বাচন কমিশন খেয়াল রাখবেন বলে আশা করছি। এদিকে উত্তর ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সৈয়দ মঞ্জুর হোসেন জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিস থেকে নির্বাচনী প্রচারনা শুরু করেন। উল্লেখ্য, এদিন রাতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন ৩০ জানুয়ারির পরিবর্তে ১ ফেরুয়ারি অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা ও সিটি নির্বাচন অনুষ্ঠান একই দিনে হয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।


   আরও সংবাদ