ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ ভাদ্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

প্রাকৃতিক অবস্থাকে ঠিক রেখে ট্যুরিজম মাস্টার প্ল্যান করা হবে : বেনজামিন


প্রকাশ: ১৮ জানুয়ারী, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


প্রাকৃতিক অবস্থাকে ঠিক রেখে ট্যুরিজম মাস্টার প্ল্যান করা হবে : বেনজামিন

   

স্টাফ রিপোর্টার : প্রাকৃতিক অবস্থাকে ঠিক রেখে ট্যুরিজম মাস্টার প্লান করা হবে বলে জানিয়েছেন মাস্টার প্লান বাস্তবায়ন কমিটির প্রধান বেনজামিন ক্যারি। রোববার (১৯ জানুয়ারি) সকালে তিনি জানান, পুরো মাষ্টারপ্লান করতে সময় লগবে ১৮ মাস। প্রথম ছয় মাস শুধু ঘুরতে হবে পুরো দেশের ট্যুরিজম এলাকাগুলো। তারপর এ বিষয়ে কাজ শুরু করা হবে। বেনজামিন বলেন, আমরা এদেশের মানুষকে সঙ্গে নিয়ে কাজ করবো। ট্যুরিজম মানে শুধু ঘুড়তে যাওয়া নয়। এখানে চাকরিরও অনেক সুযোগ আছে। তাই এখান থেকে দেশের যুবকদের জন্য চাকরি বের হবে। দেশের অর্থনিতিতেও পর্যটন একটি বৃহত্তর ভূমিকা রাখে। গেলো বছরও সাড়ে সাত ভাগ গ্রোথ ছিলো বাংলাদেশ। এই গ্রোথ ধরে রাখতে হলে ট্যুরিজমকে প্রথম দিকেই রাখতে হবে ও উন্নত কনতে হবে। তিনি বলেন, আমি আরো ৫০টি রাষ্ট্রে কাজ করেছি। সেখান থেকে আমি অনেক কিছু জেনেছি। স্থানীয়দের ছাড়া পর্যটনের উন্নয়ন সম্ভ না। আমার টিম সেটাই করবে। টিমে ২০ জন সদস্য কাজ করবে। যার মধ্যে বেশির ভাগ থাকবে দেশের লোকবল। বাকিরা বাইরের থেকে আসবে। মিনিমাম পাঁচ জন অভিজ্ঞ পরামর্শক আসবে। দেশের ট্যুরিজমে অর্থায়ন না হওয়ার প্রধান কারন বিকাশ না হওয়া। সেজন্যই মাস্টার প্লান করা হচ্ছে। মাস্টার প্লান অনুযায়ী প্রথম ধাপে ইনভেস্টর আনতে হবে। সেখানে যাতে বিভিন্ন দেশ ও দেশের ভিতর থেকে অর্থায়ন হয়। বেঞ্জামিন বলেন, পরিবেশের অবস্থা চিন্তা করেই আমরা মাষ্টার প্লান করবো। যাতে কোনো ভাবেই পরিবেশ নষ্ট না হয়।


   আরও সংবাদ