ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ ভাদ্র ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

ধর্ষণ প্রতিরোধে আসছে অ্যান্টি রেপ ডিভাইস


প্রকাশ: ১৮ জানুয়ারী, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


ধর্ষণ প্রতিরোধে আসছে অ্যান্টি রেপ ডিভাইস

   

স্টাফ রিপোর্টার : ধর্ষণ ও যৌন নির্যাতন প্রতিরোধে নারীদেরকে অ‌্যান্টি রেপ ডিভাইস সরববারহ করতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আইসিটি মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে এই কমিটিতে একজন বিশেষজ্ঞ অধ্যাপক রাখতে বলা হয়েছে। একইসঙ্গে নারীদেরকে ধর্ষণ ও যৌন নির্যাতনের হাত থেকে রক্ষা করতে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের কেন নির্দেশ দেওয়া হবে না,এই মর্মে রুল জারি করা হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আগামী ৬০ দিনের মধ্যে এই কমিটিকে অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। এর আগে যৌন নির্যাতন প্রতিরোধে নারীদেরকে অ‌্যান্টি রেপ ডিভাইস সরবরাহের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। বাংলাদেশ লিগ্যাল এইড অ‌্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ও সিসিবি ফাউন্ডেশনের পক্ষে অ্যাডভোকেট ইশরাত হাসান এ রিট দায়ের করেন। উল্লেখ্য, এটি এমন একটি জিন্স যার সাহায্যে রেপ অ্যাটাক হলে স্থানীয় পুলিশের কাছে সিগন্যাল পৌঁছে যাবে এবং এই সিগন্যালের সাহায্যেই পুলিশ নির্যাতিতা যুবতীর লোকেশন খুঁজে তাকে সাহায্য করতে পারবে। এই জিন্সে তারা একটি ইলেকট্র্রনিক্স ডিভাইস লাগিয়ে দিয়েছেন যার ফ্রিকোয়েন্সি অনেক দ্রুত। এর সার্কিটে সাধারণ মোবাইল চিপ ব্যবহার করা হয়েছে। এতে ইমারজেন্সি নম্বর সেট করা যায়। ডিভাইসকে চেপে ধরলেই স্থানীয় পুলিশ স্টেশনে ফোন চলে যাবে। যতক্ষণ না কল রিসিভ হবে ততক্ষণ অবধি ভাইব্রেশন হতে থাকবে? এরপরে সার্ভিলেন্সের মাধ্যমে পুলিশ খুব সহজেই ঘটনাস্থলের খোঁজ করেত পারবে? ব্যাটারি বদলের আগে এই জিন্সটিকে প্রায় ৩ মাস ব্যবহার করা যেতে পারে।


   আরও সংবাদ