ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ ভাদ্র ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

কেরানীগঞ্জ থেকে ভুয়া পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করেছে র‍্যাব-৩


প্রকাশ: ১৮ জানুয়ারী, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


কেরানীগঞ্জ থেকে ভুয়া পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করেছে র‍্যাব-৩

   

স্টাফ রিপোর্টার : কেরানীগঞ্জ এলাকা থেকে একজন ভূয়া পুলিশ সদস্য গ্রেফতার ও এক জোড়া হাতকড়া উদ্ধার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৩। রোববার (১৯ জানুয়ারি) সকালে র‍্যাব-৩'এর স্টাফ অফিসার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) এবিএম ফায়জুর রহমান বিএননিউজকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঢাকা জেলার কেরানীগঞ্জ থানাধীন জনি টাওয়ার সংলগ্ন জননী ফার্নিচার দোকানের সামনে এক ব্যক্তি প্রতারনামূলক উদ্দেশ্যে সরকারী কর্মচারীর ব্যবহার্য প্রতীক ধারণ করে নিজেকে একজন সরকারী কর্মচারী (পুলিশ) পরিচয় প্রদান করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে গতকাল জনি টাওয়ার সংলগ্ন জননী ফার্নিচার দোকানের সামনে অভিযান পরিচালনা করে ভূয়া পুলিশ পরিচয় প্রদানকারী প্রতারক আলাউদ্দিন (৩২) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে এক জোড়া হাতকড়া, ২টি মোবাইল এবং নগদ ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, প্রতারণামূলক উদ্দেশ্যে ভূয়া সরকারী কর্মচারীর ব্যবহার্য প্রতীক ধারণ করে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ব্যক্তির সাথে বিভিন্ন সময় প্রতারণা করে আসছে।


   আরও সংবাদ