ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ ভাদ্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

এফডিসির কর্মকর্তা বক্কর পুলিশের হেফাজতে মৃত্যু


প্রকাশ: ১৮ জানুয়ারী, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


এফডিসির কর্মকর্তা বক্কর পুলিশের হেফাজতে মৃত্যু

   

স্টাফ রিপোর্টার : রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা হেফাজতে আবু বক্কর সিদ্দিক বাবু (৪৫) নামের এফডিসির এক ফ্লোর ইনচার্জের মৃত্যু হয়েছে। গতকাল তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ সন্ধ্যার পর পর তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে থানা হেফাজতে সে অসুস্থ হয়ে পরলে, ঐ থানার পরিদর্শক ইফতেখার ইসলাম রোববার ভোর ৩টা ৫৫মিনিটে তাকে অচেতন অবস্থায় ঢামেকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সোমবার দুপুরে মৃতের সম্প্রতি ডিভোর্স প্রাপ্ত স্ত্রী আলেয়া ফেরদৌসী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে লাশ সনাক্ত করেন। তিনি বলেন, তাকে গতকাল রাস্তা থেকে পুলিশ আটক করে নিয়ে গেছে শুনেছি। পুলিশ'ই জানিয়েছেন আবু বক্কর সিদ্দিক ঢামেক হাসপাতালে রয়েছে। পরে এসে তার মৃতদেহ দেখতে পাই। পুলিশ এফডিসির প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলামকে রাত পোনে ৮ টায় ফোনে আবু বক্কর সম্পর্কে জানতে চেয়েছেন, আবু বক্কর সিদ্দিক তাদের এখানে চাকুরী করেন কি না। পরে শুনেছি পুলিশ হেফাজতে সে মারা গেছেন। সহকর্মী ক্যামেরাম্যান, জিএম সাঈদ বলেন, গতকাল বিকালে এক সাথে চাও খেয়েছি। পরে শুনেছি তাকে পুলিশ ধরে নিয়ে গেছে। পরে পুলিশের কাছ থেকে জানতে পেরেছি, রোকসান আক্তার নামে এক নারী আবু বক্করের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে থানায় অভিযোগ করেছেন, তাকে সেই মামলায় আটক করা হয়েছে। তিনি আরো বলেন, পুলিশ বলেছেন সে থানায় আত্মহত্যা করেছে, তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। তিনি বলেন, আবু বক্কর সিদ্দিক আত্মহত্যা করার মতো ছেলে নয়। থানায় সে কিভাবে আত্মহত্যা করেন, তা বিশ্বাস যোগ্য নয়। তার মৃত্যুর জন্য পুলিশই দায়ি। আমরা তার মৃত্যুর বিচার চাই। নিহতের ছোট ভাই বাচ্চু জানান, আমার জানামতে তার কোনো মামলা ছিল না শুনেছি গতকাল পুলিশ তাকে ধরে নিয়ে গেছে পরে‌ আজ খবর পাই মেডিকেলে মারা গেছে‌‌। আসলে একজন সুস্থ মানুষ কিভাবে থানা হেফাজতে মারা যায়। নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বালিয়াকান্দি গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আবু বক্কর সিদ্দিক। বর্তমানে মোহাম্মদপুর চাদ উদ্দ্যান এলাকায় দুই সন্তান নিয়ে থাকতো। ৩ ভাই ১ বোনের মধ্যে সে দ্বিতীয়।


   আরও সংবাদ