ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ ভাদ্র ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

ডিজিটাল নিরাপত্তা আইনের ৪ টি ধারা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট


প্রকাশ: ১৮ জানুয়ারী, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


ডিজিটাল নিরাপত্তা আইনের ৪ টি ধারা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

   

স্টাফ রিপোর্টার : ডিজিটাল নিরাপত্তা আইনের ৪ টি ধারা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রোববার বিএফইউজের মহাসচিব মোহাম্মদ অাব্দুল্লাহসহ ৯ জনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন। ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৮, ২৯ ও ৩১ ধারা সংবিধানের ৩৯ অনুচ্ছেদ মোতাবেক মত প্রকাশের স্বাধীনতা খর্বে করে বলে আবেদনে বলা হয়। এছাড়া ওইসকল ধারায় অপরাধকে স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়নি। তাই ওই সকল ধারার অপব্যবহারের মাধ্যমে পছন্দমত যে কোন ব্যক্তিকে হয়রানি করার সুযোগ রয়েছে বলে উল্লেখ করা হয় আবেদনে।


   আরও সংবাদ