ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ ভাদ্র ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

চৌগাছার শফি স্যার সড়ক দূর্ঘটনায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে


প্রকাশ: ১৮ জানুয়ারী, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


চৌগাছার শফি স্যার সড়ক দূর্ঘটনায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে

   

চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক শফি উদ্দীন (৫০) সড়ক দূর্ঘটনায় আহত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। আহত হয়ে জ্ঞান হারালে তিন দিনেও তার জ্ঞান ফেরেনি। বর্তমানে তিনি ঢাকার ধানমন্ডির শংকরে অবস্থিত ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন। জানা যায়, গত ১৭ জানুয়ারি শুক্রবার বিকেলে শহরের ইছাপুর বটতলা মোড়ে আত্মীয় সহকারি অধ্যাপক দিরাজুল ইসলামের বাসায় যাচ্ছিলেন। সেখানে পৌছে ভ্যান থেকে নেমে ভাড়ার টাকা দিচ্ছিলেন। এসময় ইছাপুর গ্রামের আলম হুজুরের ছেলে জাকারিয়া বেপরোয়া গতিতে মোটর সাইকেল দিয়ে শফিউদ্দীনকে ধাক্কা দেয়। এ ঘটনায় তিনি পড়ে গিয়ে মাথার পিছনে আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেন।  স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা সরকারি মডেল হাসাাতালে পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। রাতে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করেন।  আহত শফিউদ্দীনের চাচা শশুর ও বাজার ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক ইবাদৎ হোসেন আজ রোববার সাংবাদিকদের জানান, বর্তমানে শফিউদ্দীন রাজধানীর ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন।


   আরও সংবাদ