ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ ভাদ্র ১৪৩১, ৭ শাওয়াল ১৪৪৫

গোয়াইনঘাট সরকারি কলেজের রজতজয়ন্তিতে উপলক্ষে প্রস্তুতি সভা


প্রকাশ: ১৯ জানুয়ারী, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


গোয়াইনঘাট সরকারি কলেজের রজতজয়ন্তিতে উপলক্ষে প্রস্তুতি সভা

   

সিলেট গোয়াইনঘাট থেকে রফিক : সিলেটের গোয়াইনঘাট সরকারি কলেজের ২৫ বছর পূর্তি উপলক্ষে আগামী ২৫ জানুয়ারি শনিবার রজতজয়ন্তি উদযাপন করা হবে। সোমবার রজতজয়ন্তি উপলক্ষে আয়োজক কমিটির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উদযাপন কমিটির সভাপতি ও কলেজের অধ্যক্ষ ফজলুল হকের সভাপতিত্বে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুস সাকিব, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ, ট্রাফিক পুলিশের পরিদর্শক মারিকুল ইসলাম, গোয়াইনঘাট সরকারি কলেজের উপাধ্যক্ষ তপন কৃষ্ণ দে, সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন, শামীম আহমদ, দেলওয়ার হোসেন বাবর, শরিফুল ইসলাম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এমএ মতিন, সাধারণ সম্পাদক জাকির হোসেন, কলেজের সাবেক ছাত্র মনির উদ্দিন, নজরুল ইসলাম, গোলাম কিবরিয়া সাত্তার, জাহাঙ্গীর আলম, সুভাষ দাস, গোলাম কুদ্দুস কামরুল প্রমুখ। সভায় কলেজের অধ্যক্ষ ও রজতজয়ন্তি উদযাপন কমিটির সভাপতি ফজলুল হক জানান, রজতজয়ন্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নান। সভাপতিত্ব করবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য ইমরান আহমদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার, মাহমুদ উস সামাদ চৌধুরী, সংরক্ষিত মহিলা আসনের এমপি শামীমা আক্তার খানম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর হারুন অর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. নাসরিন আহমদ।


   আরও সংবাদ