ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ ভাদ্র ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

"প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড" পেল ঢাবির দুই শিক্ষার্থী


প্রকাশ: ১৯ জানুয়ারী, ২০২০ ১৩:০০ অপরাহ্ন



   

ঢাবি প্রতিনিধি : স্কাউটিংয়ে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুুই শিক্ষার্থী কাজী জুবায়ের হোসেন ও জাহিদুল ইসলাম কে বাংলাদেশ স্কাউটসের রোভারদের সর্বোচ্চ পুরস্কার "প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড' প্রদান করেন রাষ্ট্রপতি ও বাংলাদেশের চীফ স্কাউট আবদুল হামিদ। সোমবার বিকেলে গাজীপুরের মৌচাকে অনুষ্ঠিত ৯ম জাতীয় ক্যাম্পুরীর উদ্বোধনী অনুষ্ঠানে তাদেরকে এ পদক প্রদান করা হয়। কাজী জুবায়ের হোসেন ফলিত পরিসংখ্যান এবং জাহিদুল ইসলাম ফারসি ও ভাষা সাহিত্য বিভাগের যথাক্রমে ২০১৩-১৪ ও ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তারা উভয়ে ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভারমেট এবং মেট কাউন্সিল-২০১৭ এর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখায় ২০১৭ সালে অর্জন করেন বাংলাদেশ স্কাউটসের রোভারদের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার " সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড "। বৃক্ষরোপণ ও পরিচর্যা, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, ক্যাম্পাসে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানসহ সমাজ উন্নয়নমূলক বিভিন্ন কাজে আত্মনিবেদনের স্বীকৃতিস্বরুপ অর্জন করেন " ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড" (২০১৮)। বর্তমানে তারা লেখাপড়ার পাশাপাশি বাংলাদেশ স্কাউটসের বিভিন্ন টার্স্ক ফোর্সের সদস্য হিসেবে কাজ করছেন।


   আরও সংবাদ