ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ ভাদ্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

পর্তুগালে আ.লীগ-বিএনপি সংঘর্ষে নিহত এক


প্রকাশ: ২০ জানুয়ারী, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


পর্তুগালে আ.লীগ-বিএনপি সংঘর্ষে নিহত এক

   

বিএন নিউজ ডেস্ক : পর্তুগালের রাজধানী লিসবনে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। ঘটনার পর থেকে লিসবনের বাঙালি পাড়ায় পুলিশি তৎপরতা বেড়েছে। গত শনিবার (১৮ জানুয়ারি) স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে লিসবনের বাংলা মার্কেট খ্যাত মার্টিম মনিজে এ ঘটনা ঘটে। দা-চাপাতি ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই দল। স্থানীয় সূত্রের বরাত অনুযায়ী, পূর্বশত্রুতার জের ধরেপর্তুগাল বিএনপি সভাপতি অলিউর রহমান চৌধুরী ওপর্তুগাল আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ফরহাদ মিয়ার নেতৃত্বে দুই দলের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে নিহত ব্যক্তির নাম সাহেদ (৩৮)। তিনি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বাসিন্দা ও আওয়ামী লীগ কর্মী। আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ফরহাদ মিয়ার দেশের বাড়ি সিলেটের ওসমানি নগর উপজেলার পশ্চিম কৈলনপুর ইউনিয়নে এবং বিএনপির সভাপতি অলিউর রহমানের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নে। জড়িতদের গ্রেপ্তারে রোববার রাত থেকে অভিযান চালাচ্ছে পর্তুগিজ পুলিশ। উভয় পক্ষের জড়িতরা এ ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে। ঘটনার পর থেকে লিসবনের বাঙালি পাড়ায় পুলিশি তৎপরতা বেড়েছে।


   আরও সংবাদ