ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ ভাদ্র ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

বিশ্বায়নের এ যুগে দেশের উন্নয়নে মেধার বিকল্প নেই : ফারুক আহমদ


প্রকাশ: ২১ জানুয়ারী, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


বিশ্বায়নের এ যুগে দেশের উন্নয়নে মেধার বিকল্প নেই : ফারুক আহমদ

   

সিলেট গোয়াইনঘাট থেকে রফিক : সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনার বাংলা ফ্রেন্ডস ওয়েল ফেয়ার এসোসিয়েশনেরর আয়োজিত উপজেলা ব্যাপী কুইজ প্রতিযোগীতার পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ।

তিনি বলেন, গোয়াইনঘাট উপজেলায় শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সোনার বাংলা ফ্রেন্ডস ওয়েল ফেয়ার এসোসিয়েশন। তিনি বলেন, বিশ্বায়নের এ যুগে দেশের উন্নয়নে মেধার বিকল্প নেই। একবিংশ শতাব্দীতে মেধাবীরাই সমাজকে নেতৃত্ব দেবে। 

বুধবার (২২ জানুয়ারী ) বেলা ৩টায় গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার মাঠে কুইজ প্রতিযোগিতার পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

উক্ত অনুষ্ঠানে সোনার বাংলা ফ্রেন্ডস ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি আলী আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খালেদ আহমদের পরিচালনায়, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেদ আহমদ, সোনার বাংলা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো আব্দুল লতিফ, সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুনিম প্রমূখ।


   আরও সংবাদ