ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ ভাদ্র ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

 প্রার্থীদের তথ্য প্রকাশ না করায়  কমিশনকে সুশাসনের নোটিশ


প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


 প্রার্থীদের তথ্য প্রকাশ না করায়  কমিশনকে সুশাসনের নোটিশ

   

স্টাফ রিপোর্টার : ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে আয়কর রিটার্নসহ প্রার্থীদের সম্পদ বিবরণীর তথ্য ওয়েবসাইটে প্রকাশ না করায় নির্বাচন কমিশনকে আইনি নোটিশ দিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

বুধবার (২২ জানুয়ারি) রেজিস্ট্রি ডাকযোগে সুজনের সভাপতি ও সম্পাদক এর পক্ষে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. শাহদিন মালিক এই নোটিশ পাঠান।

প্রতিষ্ঠানটির সভাপতি হাফিজুদ্দিন খান ও সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের পক্ষে এ নোটিশ পাঠানো হয়েছে সিইসি ও কমিশনের সিনিয়র সচিব বরাবর।একইসঙ্গে দুই সিটির রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে প্রার্থীদের তথ্য জানতে বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সুযোগ নিশ্চিত করতেও আইনি নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন বিধিমালা, ২০১০ এর ৪৮ বিধি অনুসারে আয়কর রিটার্নসহ প্রার্থীদের সম্পদ বিবরণীর তথ্য কমিশনের ওয়েবসাইটে প্রকাশ এবং প্রার্থীদের তথ্য জানতে বেসরকারি সংস্থার প্রতিনিধিদের প্রবেশ নিশ্চিত করতে বলা হয়। নোটিশ আরো বলা হয়েছে, নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে এর জবাব দিতে হবে। অন্যথায় প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হবে।


   আরও সংবাদ