ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ ভাদ্র ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

ব‌স্তিবাসী‌দের উচ্ছেদ নয় পূর্নবাসনের প্রতিশ্রুতি তাবিথ আঊয়ালের


প্রকাশ: ২৪ জানুয়ারী, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


ব‌স্তিবাসী‌দের উচ্ছেদ নয় পূর্নবাসনের প্রতিশ্রুতি  তাবিথ আঊয়ালের

   

স্টাফ রিপোর্টার : ব‌স্তিবাসী‌দের উচ্ছেদ নয় পূর্নবাসনের প্রতিশ্রুতি দিয়ে তাবিথ আঊয়াল বললেন, ঢাকা সিটি থেকে চাঁদাবা‌জি ও মাদক ব্যবসা নির্মূল করা হবে। 

শনিবার (২৫ জানুয়ারি) সকালে মিরপুর ৬ নং সেকশন কাঁচা বাজার এলাকায় গণসং‌যোগ শুরু করার আ‌গে তি‌নি এসব কথা বলেন।

তাবিথ বলেন, বস্তি উচ্ছেদের নামে বারবার প‌রিক‌ল্পিত ভা‌বে আগুন লা‌গি‌য়ে দেওয়া হ‌চ্ছে। এ‌তে ব‌স্তিবাসীরা অ‌নেক কষ্ট আ‌ছেন। তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়। ভবিষ্যতে আমরা তাদেরকে পূনবাসন করবো।

তিনি বলেন, ধা‌নের শী‌ষে রায়‌ দি‌লে খা‌লেদা জিয়া‌কে আটক রাখা যা‌বে না। বিএন‌পি চেয়ারপারসন দুর্নীতি দুশাস‌নের সা‌থে আ‌পোস ক‌রেননি ব‌লেই মিথ্যা মামলায় তা‌কে কারাগারে আট‌কে রে‌খে‌ছে। তা‌কে চি‌কিৎসা দেওয়া হ‌চ্ছে না। ১ফেব্রয়ারী ধা‌নের শী‌ষে ভোট দি‌লে বেগম খা‌লেদা জিয়ার প‌ক্ষে যা‌বে। তা‌বিথ আউয়াল ব‌লেন, মিরপু‌রে চাদাবা‌জি ও মাদক ব্যবসা চল‌ছে। কাউ‌কে অন্যায় কর‌তে দেওয়া হ‌বে না। মিরপুর গা‌র্মেন্ট শিল্প এলাকা। এখা‌নে কর্মী‌দের নিরাপত্তা নেই। তা‌দের নিরাপত্তায় আমরা কাজ কর‌বো।

এ সম‌য়ে উপ‌স্থিত ছি‌লেন, চেয়ারপারস‌নের উপ‌দেষ্টা জয়নাল আ‌বে‌দিন ফারুক, বিএন‌পির ক্রীড়া বিষয়ক সম্পাদক আ‌মিনুল হক,৬ নং ওয়ার্ড কাউ‌ন্সিলর প্রার্থী মাহফুজ হোসাইন খান সুমন,৭ নং ওয়ার্ড কাউ‌ন্সিলর প্রার্থী দে‌লোয়ার হো‌সেন দুলু, ঢাকা মহানগর উত্তর বিএন‌পির দফতর সম্পাদক এ‌বিএম রাজ্জাক, যুবদল উত্ত‌রের সাধারণ সম্পাদক স‌ফিকুল ইসলাম মিল্টন, জিয়া প‌রিষ‌দের মহাস‌চিব ড.এমতাজ হো‌সেনসহ বিএন‌পি  তার অঙ্গ সহ‌যো‌গী সংগঠ‌নের নেতাকর্মীরা।


   আরও সংবাদ