ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ ভাদ্র ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

যুবলীগের সভাপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে হামলা, ব্যবসায়ীসহ আহত ৫


প্রকাশ: ২৪ জানুয়ারী, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


যুবলীগের সভাপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে হামলা, ব্যবসায়ীসহ আহত ৫

   

স্টাফ রিপোর্টার : ২০ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদের ক্যাডার বাহিনীর হামলায় রাজধানীর বংশাল থানাধীন গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের ব্যবসায়ী সমিতির নেতাসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।

শনিবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে ওই মার্কেটের ভেতর এ ঘটনা ঘটে। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে।

আহতরা হলেন, মাঈনুল ইসলাম মামুন (৪৮), ফারুক হোসেন পলাশ (৩৫), সাকিব (৪০) কাউসার (৩৫) ও মনির (৪০)।

আহতদের মধ্যে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট দোকান মালিক সমিতির সহ-সাধারণ সম্পাদক মামুন ও পলাশের অবস্থা গুরুতর। দুজনই মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন।

সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট দোকান মালিক সমিতির সহ সভাপতি ব্যবসায়ী আবু বক্কার সিদ্দিক সাংবাদিকদের জানান, যুবলীগ নেতা শাহাবুদ্দিনের নির্দেশে সে সহ ৩৪নং ওয়ার্ডের রনি ৩৪নং যুবলীগের সেক্রেটারি আহাদ বাপ্পিসহ ও তার ৬০/৭০ জন ক্যাডার হঠাৎ লাঠিসোটা নিয়ে সমিতির অফিসে হামলা চালায়। এসময় ১৫ থেকে ১৬ জন ব্যবসায়ী তাদের হামলায় আহত হন।

তিনি আরো জানান, কয়েক বছর আগে ক্যাসিনোকান্ডে গ্রেপ্তার যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সমাট্রের সহায়তায় যুবলীগ নেতা শাহাবুদ্দিন আহমেদ জোরপূর্বক সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট দোকান মালিক সমিতি দখল করে নেয়। এরপরই ওই মার্কেটে অবৈধভাবে ১২শ দোকান বানিয়ে নিজেরাই বিক্রি করে দেন। এ নিয়ে সিটি কর্পোরেশনসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোনও প্রতিকার পাননি ওই মার্কেটের নির্বাচিত কমিটি।

আজ মামুনের নেতৃত্বে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ মার্কেটে গেলে যুবলীগ নেতা শাহাবুদ্দি আহমদের ক্যাডাররা হামলা করে। ক্যাসিনোকান্ডে জড়িত অভিযোগে ইতোমধ্যে দুর্নীতি দমন কমিশন যুবলীগ নেতা শাহাবুদ্দিনের ব্যাংক হিসাব তলব করেছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান আহতরা জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।


   আরও সংবাদ