ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ ভাদ্র ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

ডুজার ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন প্রথম আলো -দৈনিক সংবাদ


প্রকাশ: ২৫ জানুয়ারী, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


ডুজার ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন প্রথম আলো -দৈনিক সংবাদ

   

ঢাবি প্রতিনিধি : মুজিববর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা) আয়োজিত 'বঙ্গবন্ধু ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২০'-এ যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে প্রথম আলো-দৈনিক সংবাদ। তিন ম্যাচের ফাইনালে কালের কণ্ঠ-ইত্তেফাককে ২-০ সেটে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়। 

গতকাল শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় এ খেলা অনুষ্ঠিত হয়েছে৷

দৈনিক প্রথম আলোর প্রতিনিধি আসিফ হাওলাদার, দৈনিক সংবাদের প্রতিনিধি আবদুল্লাহ আল জোবায়ের এবং প্রতিপক্ষ দল কালের কণ্ঠের মেহেদী হাসান এবং ইত্তেফাকের প্রতিনিধি আব্দুল হাকিম আবির এ খেলায় অংশগ্রহণ করে৷

গতকাল রাতে টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। এছাড়া, ডুজার সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, বর্তমান সভাপতি রায়হানুল ইসলাম আবির, সাধারণ সম্পাদক ইমরান হোসেন সহ সমিতির বর্তমান নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, শরীর সুস্থ রাখার জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। যারা শুধু পড়াশোনাই করে, তাদের মধ্যে এক ধরণের একগুঁয়েমি চলে আসে। এজন্য, পড়াশোনা ও সাংবাদিকতার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। 

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করায় তিনি সাংবাদিক সমিতি ধন্যবাদ জানান। বলেন, শিক্ষক সমিতি সহ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদের শিক্ষকদের সাথে সাংবাদিকদের একটা ভালো সম্পর্ক বজায় রয়েছে। ভবিষ্যতেও এ ধরণের সম্পর্ক বজায় থাকবে বলে আমরা বিশ্বাস করি।

প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি এ খেলা শুরু হয়েছে৷ এবারের টুর্নামেন্টে সর্বমোট ১২টি দল অংশগ্রহণ করেছিল৷


   আরও সংবাদ