ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ ভাদ্র ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজধানীতে র‌্যাব-৩'এর ফাঁদে ১৩ রোহিঙ্গা নারীসহ ২ পাচারকারী


প্রকাশ: ২৫ জানুয়ারী, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


রাজধানীতে র‌্যাব-৩'এর ফাঁদে ১৩ রোহিঙ্গা নারীসহ ২ পাচারকারী

   

স্টাফ রিপোর্টার : রাজধানীর আফতাবনগর থেকে ১৩ রোহিঙ্গা নারীকে উদ্ধার করেছে র‌্যাব-৩।এসময় পাচারকারী দুইজনকে আটক করা হয়েছে  বলে জানিয়েছে র‌্যাব।

রোববার (২৬ জানুয়ারি) বিকালে ঘটনাস্থলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-৩ এর অঅধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রকিবুল হাসান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আফতাব নগরের ২ নম্বর রোডের ৪০ নম্বর বাসার ৪ তলায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। এসময় প্রতারক চক্রের দুই সদস্য কবির হোসেন ও ইমরানকে আটক করা হয়। 

কবিরই মূলত এই বাসাটি ভাড়া নিয়েছেন। আটক কবির একটি ট্রাভেল এজেন্সিতে কাজ করে বলে র্যাবকে জানিয়েছে। 

রোহিঙ্গা নারীদের বিদেশে পাচারের উদ্দেশে কক্সবাজার রোহিঙ্গা পল্লী থেকে তাদেরকে রাজধানীতে আনা হয়েছে। পার্সপোট অফিসের কিছু অসাধু কর্মকর্তার মাধ্যমে তাদের বাংলাদেশি পার্সপোটও তৈরি করা হয়েছে। 

প্রথমে তাদেরকে সড়ক পথে ভারত নেওয়া হবে তার পরে মালোশিয়ায় পাচার করা হতো বলে জানান র‌্যাব-৩ এর অঅধিনায়ক।

তাদের সাথে মাদক পাওয়া গিয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন মাদক পাওয়া যায়নি। মূলত পাচারের উদ্দেশেই তাদের এখানে আনা হয়েছে।

অর্থনৈতিক দূর্বলতার কারণেই পাচারকারীরা রোহিঙ্গা নারীদের টার্গেট করেছে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।


   আরও সংবাদ