ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ ভাদ্র ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

ইরাকে মার্কিন দূতাবাসের কাছে ক্ষেপণাস্ত্র হামলা


প্রকাশ: ২৬ জানুয়ারী, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


ইরাকে মার্কিন দূতাবাসের কাছে ক্ষেপণাস্ত্র হামলা

   

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর খবর পাওয়া গেছে। এ ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

রোববার (২৬ জানুয়ারি) বাগদাদের গ্রিন জোনে এসব রকেট আঘাত হেনেছে।

ইরাকের টাইগ্রিস নদীর কাছে পশ্চিমাংশে যেখানে অধিকাংশ বিদেশি দূতাবাস রয়েছে, সেখান থেকেও ক্ষেপণাস্ত্রের আঘাত হানার শব্দ শোনা গেছে। 

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি ইরানের বিপ্লবী গার্ড বাহিনী কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার প্রতিশোধ নিতে ইরাকে অবস্থিত দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে এক ডজনের বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

তবে ওই ক্ষেপণাস্ত্র হামলায় তাদের সেনাবাহিনীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

খবর: গালফ নিউজ।


   আরও সংবাদ