ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ ভাদ্র ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

ভুয়া এএসআই'কে ২৭ লাখ টাকাসহ গ্রেফতার করেছ র‍্যাব-৩


প্রকাশ: ১৫ জুলাই, ২০১৯ ১৪:০০ অপরাহ্ন


ভুয়া এএসআই'কে ২৭ লাখ টাকাসহ গ্রেফতার করেছ র‍্যাব-৩

   

স্টাফ রিপোর্টার : রাজধানীর রামপুরা থানাধীন হাতিরঝিল এলাকা থেকে কবির হোসেন শেখ (৩৮) নামে এক ভূয়া পুলিশের এএসআইকে আটক করেছে র‍্যাব-৩। এসময় একটি প্রাইভেট কার, নগদ ২৭ লাখ ১৯ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।

সোমবার (১৫ জুলাই) র‍্যাব-৩ এর স্টাফ অফিসার এবিএম ফায়জুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
 
তিনি বলেন, হাতিরঝিল ১নং ব্রীজের উপর ১টি সাদা রংয়ের প্রাইভেটকার চেকপোষ্টের নিকট আসলে থামার সংকেত দিলে প্রাইভেট কারটি থামায়। চেকপোষ্টপ দায়িত্বরত এক সদস্য ড্রাইভারকে তার পরিচয় জানতে চাইলে, সে নিজেকে পুলিশের এএসআই (এসবি) ঢাকায় কর্মরত আছে বলে জানায় এবং তার কাছে থাকা আইডি কার্ড বের করে দেখায়। তার ব্যবহৃত প্রাইভেট কারে পুলিশ লেখা স্টিকার লাগানো থাকা সত্ত্বেও তার কথাবার্তায় সন্দেহজনক বলে মনে হলে তাকে আটক করা হয়।

এসময় তার প্রাইভেট কার তল্লাশী করে ৭টি পাসপোর্ট, ৬টি সীল, ৪টি মোবাইল এবং নগদ টাকা উদ্ধার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, সে পুলিশ সদস্য নয়। সে বিভিন্ন সময় নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে ভূয়া পরিচয়পত্র দেখিয়ে এবং গাড়ীতে পুলিশ লেখা স্টিকার ব্যবহার করে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় প্রতারণা করে আসছে।


   আরও সংবাদ