ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ ভাদ্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

৩ ঘন্টা টোল আদায় বন্ধে বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কে তীব্র যানজট


প্রকাশ: ২৭ জানুয়ারী, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


৩ ঘন্টা টোল আদায় বন্ধে বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কে তীব্র যানজট

   

নিউজ ডেস্ক: ঘন কুয়াশার কার‌ণে প্রায় তিন ঘণ্টা বঙ্গবন্ধুসেতু‌র পূর্ব ও পশ্চিমপা‌ড়ে টোল আদায় বন্ধ থাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এ‌তে সেতু পূর্ব পাড় থেকে এলেঙ্গা ও সেতু পশ্চিম পাশ থেকে কড্ডার মোড় পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার এলাকাজু‌ড়ে দীর্ঘ যানজট দেখা দিয়েছে।

মঙ্গলবার ভোর চারটা থেকে সকাল পৌনে ৭টা পর্যন্ত টোল প্লাজায় টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। প‌রে সেতু‌র এক‌লে‌নে টোল আদায় শুরু হ‌লে ধীরগতিতে যান চলাচল শুরু হয়।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার অফিসার ইনচার্জ কাজী আয়ুবুর রহমান জানান, দুর্ঘটনা এড়াতে ঘন কুয়াশার কার‌ণে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ টোলপ্লাজা বন্ধ রাখায় এ যানজটের সৃষ্টি হয়েছে। টোলপ্লাজা খুলে দেয়ার পর সড়ক দিয়ে ধীরগ‌তি‌তে যানচলাচল কর‌ছে।

এদিন সকাল ৭টার দি‌কে মহাসড়‌কের কা‌লিহাতী উপ‌জেলার জোকারচর এলাকায় ঢাকাগামী ট্রা‌কের সঙ্গে সেতুপূর্বগামী পিকআপভ্যা‌নের সংঘর্ষ হয়। এতে কেউ আহত না হ‌লেও দুর্ঘটনার ফ‌লে সড়‌কের গা‌ড়ির চাপ বে‌ড়ে যায়।


   আরও সংবাদ