ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ ভাদ্র ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

বোরহানউদ্দিনে শীতেও ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ


প্রকাশ: ২৯ জানুয়ারী, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


বোরহানউদ্দিনে শীতেও ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে  ইলিশ

   

ভোলা থেকে নাজিবুল্লাহ : ভোলা বোরহানউদ্দিনে মেঘনা-তেঁতুলিয়ায় গত কয়েক দিন ধরে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রুপালি ইলিশ। শীত মৌসুমে হঠাৎ জালে এত ইলিশ ধরা পড়ায় জেলেরাও অবাক। এতে এ অঞ্চলের মৎস্য আড়তে ইলিশ বেচাকেনার ধুম পড়েছে। মাছের বাজারের পাশাপাশি উপশহর ও গ্রামের বিভিন্ন মোড়ে বসে বসে ফেরি করে এখন ইলিশ বিক্রি হচ্ছে।

বোরহানউদ্দিন সরাজগঞ্জ মৎস্য ঘাটের আড়তদার শহীদুল ইসলাম বলেন, ইলিশের প্রজনন মৌসুমে মা মাছ ধরা বন্ধ থাকায় সাগর ও নদীতে মাছের উৎপাদন বেড়েছে। ফলে শীত মৌসুমেও জেলেদের জালে প্রচুর ইলিশ ধরা পড়ছে।

তিনি জানান, বর্ষার মতো শীতে ইলিশের বেশি চাহিদা থাকে না। তাই চাহিদার তুলনায় ইলিশ আমদানি বেশি হওয়ায় পাইকারি ও খুচরা বাজারে দাম কমেছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, শীতের মৌসুমেও এই অঞ্চলে ইলিশ ধরার বিষয়টি চোখে পড়ার মতো।

আন্তর্জাতিক সংস্থা ইকো ফিসের ভোলা জেলায় কর্মরত গবেষণা সহযোগী অংকুর মোহাম্মদ ইমতিয়াজ জামান জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এবং বঙ্গোপসাগর ও সাগর মোহনার নদীতে ইলিশের দ্বিতীয় প্রজনন মৌসুমে (জানুয়ারি-মার্চ) মা-ইলিশের বড়ো একটি অংশ স্বাভাবিকের চেয়ে বেশি ডিম ছাড়ায় ভোলার সাগর মোহনার মেঘনা-তেঁতুলিয়ায় গত কয়েক দিন ধরে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রুপালি ইলিশ।


   আরও সংবাদ