ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ ভাদ্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

গাজীপুরের কোনাবাড়িতে সরস্বতী পূজা অনুষ্ঠিত


প্রকাশ: ৩০ জানুয়ারী, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


গাজীপুরের কোনাবাড়িতে সরস্বতী পূজা অনুষ্ঠিত

   


গাজীপুর সংবাদদাতঃ “ও” সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ^ রুপে বিশালাক্ষী বিদ্যাং দেহিং নমোহস্ততে”। উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে যথাযথ ধর্মীয় অনুষ্ঠান সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান খেলার মাঠ ও বাড়িতে বিদ্যাদেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয়েছে।
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি পেশা ও শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকরা নানা আয়োজনে শে^ত শুভ্রবসনা বিদ্যার দেবী সরস্বতী আরাধনা করেন।

 সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বাড়িতে বাড়িতে পূজা অনুষ্ঠানে শিশুদের নিয়ে নানা আয়োজন করা হয়।
 
এ উপলক্ষে মন্ডপগুলোতে বর্ণিল সাজে সাজানো হয়। কোথাও আলোকসজ্জায় সজ্জিত করা হয়। পূজা, আরতি, অঞ্জলি, প্রসাদ বিতরণ ও ঢাকের বাজনা আর উলু ধ্বনি আর গীতা পাঠে মুখরিত হয়ে ওঠে পাড়ামহল্লার পূজামন্ডপগুলো।

বৃহস্পতিবার গাজীপুর সিটি কর্পোরেশনের হরিণাচালা এলাকার রিজ ইন্টারন্যাশনাল স্কুলে সকাল থেকে সন্ধ্যায় পর্যন্ত প্রতিমা পন, অঞ্জলী প্রদান ও প্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সুধীর চন্দ্র সরকারের সভাপতিত্ব, সিটির ৮নং-ওয়ার্ড কাউন্সিলর মো: সেলিম রহমান ও আওয়ামী-লীগ নেতা এবং মুক্তবালাকা পত্রিকার সহ-সম্পাদক মো: সোলাইমান মিয়ার সার্বিক সহযোগিতায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রেী রঞ্জিত সরকার, বিনয় চন্দ্র সরকারসহ প্রমুখ।
এম রানা

 


   আরও সংবাদ