ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ ভাদ্র ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

কালিগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ প্রদান করেছে প্রত্যাশা ফাউন্ডেশন


প্রকাশ: ৩১ জানুয়ারী, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


কালিগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ প্রদান করেছে প্রত্যাশা ফাউন্ডেশন

   


হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জে প্রত্যাশা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। 

শনিবার (১ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রত্যাশা ফাউন্ডেশনের পরিচালক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেল।  বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সিফাত উদ্দিন,   উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সহ সভাপতি ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন, প্রেসক্লাবের সহ সভাপতি ও সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন,  । 

বক্তব্য রাখেন সরকারী কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোশারাফ হোসেন, সাংবাদিক আশেক মেহেদী প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, নির্বাহী সদস্য মোদাচ্ছের হোসেন জান্টুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

উল্লেখ্য যে, কালিগঞ্জ উপজেলার কিছু সচেতন ব্যাক্তিবর্গের সমন্ময়ে ২০১৩ সালে স্থাপীত হয় প্রত্যাশা ফাউন্ডেশন নামক একটি সেচ্ছাসেবী সংগঠন। এ সংগঠনের  মাধ্যমে প্রতিবছর উপজেলার মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদেরকে সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরন করে আসছে।


   আরও সংবাদ