ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ ভাদ্র ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫

বিএনপির হরতালে ন্যাপ ও জাতীয় দলের সমর্থন


প্রকাশ: ১ ফেব্রুয়ারী, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


বিএনপির হরতালে ন্যাপ ও জাতীয় দলের সমর্থন

   

নিউজ ডেস্কঃ ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে রোববার (২ ফেব্রুয়ারি) ঢাকা শহরে বিএনপির ডাকা হরতালে ২০ দলীয় জোটের দুটি দলের সর্মথনের খবর পাওয়া গেছে। দল দুটি হলো- ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী) এবং বাংলাদেশ জাতীয় দল।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা  বলেন, ‘আওয়ামী লীগ সরকার এবং তাদের দোসর নির্বাচন কমিশনের মাধ্যমে ঢাকা দুই সিটির যে নির্বাচন অনুষ্ঠিত হলো, তাতে জনমতের বিন্দুমাত্র প্রতিফলন নেই। ইভিএম কারচুপির মাধ্যমে করা ভোটের প্রতিবাদে বিএনপির পক্ষ থেকে ঢাকায় রোববার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়েছে। আমার দলের পক্ষ থেকে আমরা এই হরতালকে জোরালোভাবে সমর্থন করছি।’

ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ ভাসানী) চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম বলেন, ‘বিএনপি অত্যন্ত যৌক্তিক কর্মসূচি ঘোষণা করেছে। আমার দলের পক্ষ থেকেও বিএনপির হরতালে সমর্থন জানাচ্ছি।’

হরতালের সমর্থনে রাজপথে নামবেন কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। সকালে নেতাদের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নিয়ে জানানো হবে।’

এদিকে হরতালে ২০ দলীয় জোটের পক্ষ থেকে সমর্থনের বিষয়টি না আসায় জোটের প্রধান শরিক বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং জোটের সমন্বয়কারী নজরুল ইসলামের ওপর ক্ষুব্ধ হয়েছেন শরিক দলের কয়েকজন নেতা।

২০ দলীয় জোটের শীর্ষ এক নেতা জানান, ‘সিটি নির্বাচনে কারচুপির প্রতিবাদ জানাতে বিএনপি হরতাল ডেকেছে। জাতীয় ঐক্যফ্রন্ট তাতে সমর্থন জানিয়েছে। আমরাও তো ২০ দলীয় জোটের পক্ষ থেকে সমর্থন জানাতে পারতাম। কিন্তু নজরুল ইসলাম খান আমাদের সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন মনে করেন না। অথচ আন্দোলন সংগ্রামে আমরা ঐক্যবদ্ধভাবে থাকতে চাই।’

তিনি আরও বলেন, ‘যখন বিএনপির পক্ষ থেকে হরতাল ঘোষণা করা হয়, সেখানে নজরুল ইসলাম খান ছিলেন। তিনি দলের পক্ষ থেকে বলতে পারতেন, এই হরতালে ২০ পক্ষ থেকে সমর্থন জানানো হয়েছে। তারপর না হয় তাদেরকে উনি এসএমএস অথবা কল করে জানাতেন যে, আমরা জোটের পক্ষ থেকে এই হরতালের সমর্থনের সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু তিনি সেটা করেননি।’


   আরও সংবাদ