ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ ভাদ্র ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

ঢাবিতে ককটেল বিস্ফোরণ


প্রকাশ: ২ ফেব্রুয়ারী, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


 ঢাবিতে ককটেল বিস্ফোরণ

   


নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিন এলাকায় আবারও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। সোমবার বেলা সোয়া ১১টার দিকে এই বিস্ফোরণ হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলছেন, ‘সিটি কর্পোরেশন নির্বাচনের মহাত্ম্য নষ্ট করতে এই অপতৎপরতা চালাচ্ছে একটি গোষ্ঠী।’

তিনি বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা অবগত আছি। প্রক্টরিয়াল টিম ও আইন প্রয়োগকারী সংস্থা সেখানে আছে। যে দুষ্টচক্র এর সঙ্গে জড়িত তাদের বের করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

কেন বারবার ককটেল বিস্ফোরণ হচ্ছে- জানতে চাইলে প্রক্টর বলেন, ‘নিশ্চয়ই কোনো গোষ্ঠী ব্যক্তি স্বার্থে বা সুষ্ঠু সিটি করপোরেশন নির্বাচনের মাহাত্ম্যকে নষ্ট করার জন্য এ অপতৎপরতা চালাচ্ছে। এদের ধরে আইনের আওতায় আনা হবে।’

প্রতক্ষদর্শীরা জানান, বেলা সোয়া ১১টার দিকে মধুর ক্যান্টিনের সামনে বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয়। কলা ভবনের ছয় তলা থেকে ককটেলটি ছুঁড়ে মারা হয় বলে অনেকের দাবি। তবে কে বা কারা এ কাজ করেছে তা কেউ জানাতে পারেননি।

এর আগেও গত বছরের শেষের ও চলতি বছরের প্রথম দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন এলাকায় পাঁচদিনে প্রায় ১০ দফা ককটেল বিস্ফোরণ করা হয়। এসব ঘটনায় কেউ হতাহত হননি। তবে এখন পর্যন্ত কাউকে চিহ্নিত করতে পারেনি প্রশাসন।


   আরও সংবাদ