ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ ভাদ্র ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

নরসিংদীর পলাশে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত


প্রকাশ: ২ ফেব্রুয়ারী, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


নরসিংদীর পলাশে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত

   

বোরহান মেহেদীঃ  নরসিংদীর পলাশে সারাদেশের ন্যায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত। “সবাই মিলে হাত মেলাই, নিরাপদ খাদ্য নিশ্চিত চাই”- এ স্লোগানকে সামনে রেখে পলাশে জাকজমক ভাবে পালিত হয়েছে জাতীয় নিরাপদ খাদ্য দিবস।

রবিবার (২ ফেব্রয়ারী) সকাল ১১টায়  উপ-জেলা  কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর উপজেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 উপজেলা প্রশাসনের  আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আলীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান করিউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, 
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ওমর ফারুক, কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা সহ উপজেলা বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

সৈয়দ জাবেদ হোসেন জাবেদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, অনিচ্ছাকৃতভাবে নয়, বরং ইচ্ছে করে খাদ্যে ভেজাল মেশানোর ঘটনা বেশি হচ্ছে। এটা খুবই খারাপ আর লজ্জার। ছোট ব্যবসায়ী থেকে শুরু করে বড় ব্যবসায়ীরাও খাদ্যে বা ফসলে ভেজাল দিচ্ছেন। নিরাপদ খাদ্য উৎপাদন ও বিপণনে ভোক্তাসহ সবাইকে সচেতন হতে হবে।

বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে স্বাস্থ্যবান ও কর্মক্ষম করে গড়ে তুলতে পুষ্টিসম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নেই।


   আরও সংবাদ