ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ ভাদ্র ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

দাপুটে জয়ে যুব বিশ্বকাপ ফাইনালে ভারত


প্রকাশ: ৩ ফেব্রুয়ারী, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


দাপুটে জয়ে যুব বিশ্বকাপ  ফাইনালে ভারত

   

নিউজ ডেস্কঃ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ ২০২০ এর
 প্রথম সেমিফাইনালে দক্ষিন আফ্রিকার পচেফস্ট্রুমে মুখোমুখি হয় ক্রিকেটের দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।
 
 যুব বিশ্বকাপ ক্রিকেটে ২০০০,২০০৮,২০১২,২০১৮ সালের বিশ্বকাপ জয়ী ভারত আর ২০০৪ ও ২০০৬ এর  বিশ্বকাপ জয়ী পাকিস্তান। গত আসরের সেমিফাইনালেও মুখোমুখি হয়েছিল এ দুই দল। সেই ম্যাচে ২০৩ রানের বিশাল ব্যবধানে হেরে সেই আসর থেকে বিদায় নেয় পাকিস্তান। সে ম্যাচের প্রতিশোধ নিতেই মাঠে নামে পাকিস্তান। 
 
টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান অধিনায়ক রোহাইল নাজির। সেই সিদ্ধান্ত যে ভূল ছিল তা প্রমান করে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। ধীর গতিতে রান তোলা সহ নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪৩.১ ওভার খেলে সবকটা উইকেট হারিয়ে ১৭২ রান করতে সক্ষম হয় তারা।

 পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ অধিনায়ক রোহাইল নাজিরের করা ১০২ বলে ৬২ রান। পাশাপাশি হায়দার আলি করেন ৭৭ বলে ৫৬ রান। পাকিস্তান ইনিংসের বিপক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নেন ভারতীয় সুশান্ত মিশ্রা, আর দু'টি করে উইকেট নেন কার্তিক ত্যাগী ও রবি বিশ্বনাই। 
 
১৭৩ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে যশ্বী জেসওয়ালের ১১৩ বলে ১০৫ রানের দুর্দান্ত সেঞ্চুরি আর দিব্যাংশ সাক্সেনার ধীর প্রত্যয়ী ব্যাটিং এ  ৩৫.২ ওভার খেলেই ১০ উইকেটের সহজ ও বিশাল জয় তুলে নেয় ভারত। 

এই জয়ে টানা দ্বিতীয় বারের মত যুব বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে জয় তুলে নিলো ভারত।


   আরও সংবাদ