ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ ভাদ্র ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতিতে বহিষ্কার ৬৩ জনের নাম প্রকাশ!


প্রকাশ: ৩ ফেব্রুয়ারী, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতিতে বহিষ্কার ৬৩ জনের নাম প্রকাশ!

   

  ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল জালিয়াতি ও অবৈধ পন্থায় ভর্তি হওয়া ৬৩ জন শিক্ষার্থীর নাম প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ বিকেলে পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস থেকে এ তালিকা প্রকাশ করা হয়৷ এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদ সভায় ৬৩ জন অবৈধ শিক্ষার্থীর বিষয়টি উত্থাপিত হয় এবং শৃঙ্খলা পরিষদের সভায় সুপারিশে ২৮/০১/২০২০ সিন্ডিকেট সভায় ৬৩ জন শিক্ষার্থীকে  স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।

বহিষ্কাকৃতরা হলেন, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মো. আব্দুল ওয়াহিদ (২০১৫-১৬), মোঃ ইছাহাক আলী (২০১৫-১৬), আনিকা বৃষ্টি (২০১৬-১৭), ফিওনা মহিউদ্দিন মৌমি (২০১৬০১৭)।

সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সালমান এফ রহমান হৃদয় (২০১৫-১৬), ইসরাত জাহান ছন্দা (২০১৫-১৬), মোঃ রাকিবুল হাসান (২০১৬-১৭), সৌভিক সরকার ( ২০১৫-১৬), মোঃ মেহেদী হাসান (২০১৫-১৬), মােঃ হাসিবুর রশিদ (২০১৫-১৬)
মোঃ মারুফ হাসান খান (২০১৫-১৬)।

আধুনিক ভাষা ইনস্টিটিউটের সাফায়াতে নুর সাইয়ারা নোশিন (২০১৬-১৭), ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজ ইনস্টিটিউটের জি এম রাফসান কবির (২০১৬-১৭), পরিসংখ্যান বিভাগের মোঃ আবু জুনায়েদ সাকিব (২০১৪-১৫), তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল পূর্বতন বিভাগ, ফলিত পদার্থবিজ্ঞান, ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের মোস্তাফিজ-উর-রহমান (২০১৩-১৪)।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শরমিলা আক্তার আশা ( ২০১৬-১৭), মােঃ লাসর রহমান লাভলু (২০১৫-১৬), জাকিয়া সুলতানা (২০১৬-১৭)।

অর্থনীতি বিভাগের সামিয়া সুলতানা (২০১৬-১৭), সিনথিয়া আহমেদ (২০১৬-১৭), জান্নাত সুলতানা (২০১৬-১৭)।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মোঃ আশরাফুল ইসলাম আরিষ (২০১৬-১৭), আমরিন আলম জুটি ( ২০১৫-১৬)।

টেলিভিশন, ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগের মেহেজাবিন অনন্যা (২০১৬-১৭), সমাজবিজ্ঞান বিভাগের মোছাঃ আফসানা নওরিন ঋতু ( ২০১৬-১৭), ইতিহাস বিভাগের ফাতেমা আক্তার তামান্না (২০১৭-১৮)

উল্লেখ্য, গতকাল সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য তানভীর হাসান সৈকত প্রক্টর অফিসে বহিষ্কৃত ৬৩ শিক্ষার্থীর নাম প্রকাশের জন্য  স্মারকলিপি দিয়ে পাঁচ দিনের আল্টিমেটাম দেন।

আল্টিমেটামের একদিনের মাথায় ভর্তি জালিয়াতের সাথে জড়িত থাকা বহিষ্কৃত ৬৩ শিক্ষার্থীর নাম প্রকাশ করেছে কর্তৃপক্ষ।


   আরও সংবাদ