ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ ভাদ্র ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

বোরহানউদ্দিনে অবৈধ দখল উচ্ছেদ


প্রকাশ: ৭ ফেব্রুয়ারী, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


বোরহানউদ্দিনে অবৈধ দখল উচ্ছেদ

   

ভোলা প্রতিনিধিঃ  ভোলা বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট ও মনিরাম বাজারে সড়ক ও জনপদের সরকারি জমিতে অবৈধভাবে নির্মিত দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে ৷

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মো: বশির গাজী'র নেতৃত্বে সড়ক ও জনপদের উপ- বিভাগীয় প্রকৌশলী মো. রাসেল এ অভিযান পরিচালনা করেন ৷ অভিযানে স্থানীয় থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা অংশগ্রহণ করেন ৷

গত ৭ তারিখ শুক্রবার দিনভর এ উচ্ছেদ অভিযানে কুঞ্জেরহাট বাজার হতে ৪০টি ও মনিরাম বাজারে ১৭টি স্থাপনা উচ্ছেদ করা হয়।

ভোলা সড়ক ও জনপদের উপ- বিভাগীয় প্রকৌশলী মোঃ রাসেল ও সার্ভেয়ার আব্দুল রাজ্জাক বলেন, অবৈধ দখলদাররা দীর্ঘদিন ধরে সরকারি জমি অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করে ব্যবসা করে আসছেন। সরকারি জমি দখলমুক্ত করার জন্য যার যার অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য ইতোমধ্যে মাইকিং করা হয়েছে। যথাসময়ে অবৈধ স্থাপনা সরিয়ে না নেয়ায় উক্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। অপরদিকে মনিরাম বাজারের একটি মহল খাল দখল করে অবৈধভাবে দোকানপাট নির্মাণ করছেন। যার কারণে পানি প্রবাহ বন্ধ থাকায় শুকিয়ে যাচ্ছে খালটি। আজকের অভিযানে ওই সমস্ত দোকানগুলো ভেঙে দেওয়া হয়েছে। অভিযানে ৫৭টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলে তারা জানান।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোঃ বশির গাজী বলেন, অবৈধ ভাবে খাল ভরাট ও সরকারি জমি দখলকারীদের বিরুদ্ধে তার অভিযান অব্যাহত থাকবে।


   আরও সংবাদ