ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ ভাদ্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

নরসিংদীর ঘোড়াশালে "আটিয়া পৌর প্রাথমিক বিদ্যালয়" এর উদ্বোধন


প্রকাশ: ৭ ফেব্রুয়ারী, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


নরসিংদীর ঘোড়াশালে

   

বোরহান মেহেদী: নরসিংদী পলাশ উপজেলার  ঘোড়াশাল পৌর এলাকার ৮নং ওয়ার্ডে "আটিয়া পৌর প্রাথমিক বিদ্যালয়" এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার [ ৮ ফেব্রুয়ারি ২০২০] সকালে আটিয়াগাঁয়ে পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক এর সভাপতিত্বে বই বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফরহাদ হোসেন, ঘোড়াশাল পৌরসভার প্রকৌশলী আনোয়ার সাদাৎ, কাউন্সিলর রফিক ভূঁইয়া, কামরুল ইসলাম, শারমিন আক্তার, কবি বোরহান মেহেদী, সমাজ সেবক বাবুল ছাত্তার, আটিয়া পৌর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসিফ মিয়া প্রমুখ।

ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক বলেন, বর্তমান সরকার শিক্ষা প্রতিষ্ঠান সবার দোরগোড়ায় পৌছে দিতে ও শিক্ষার্থীদের পড়া লেখার মানোন্নয়নে সবচেয়ে বেশি বেশি গুরুত্ব দিচ্ছে।  আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ এমপি সেই লক্ষেই কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে আমরাও কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় ঘোড়াশাল পৌরসভার উদ্যোগে আটিয়া পৌর প্রাথমিক বিদ্যালয় পরিচালিত হবে। বিদ্যালয়টি যতদিন সরকারীকরণ না হবে ততদিন পর্যন্ত ঘোড়াশাল পৌরসভা এর দায়িত্বে থাকবে। 

প্রধান শিক্ষক মোঃআসিফ মিয়া জানান, প্রাক-প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা পড়ালেখা করতে পারবে। ইতিমধ্যে এ বিদ্যালয়ে ৬৩ জন ছাত্র-ছাত্রীদের ভর্তি হয়েছে।


   আরও সংবাদ