ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ ভাদ্র ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

চীন বর্তমান পরিস্থিতি কাটিয়ে উঠতে সক্ষম : লি জিমিং


প্রকাশ: ৯ ফেব্রুয়ারী, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


চীন বর্তমান পরিস্থিতি কাটিয়ে উঠতে সক্ষম : লি জিমিং

   

কূটনৈতিক প্রতিবেদক : ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং করোনাভাইরাস’র প্রেক্ষিতে বলেছেন, চীন এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পুরোপুরি সক্ষম এবং আত্মবিশ্বাসী।  রোববার ( ৯ ফেব্রুয়ারি) এক বৈঠকে তিনি এ কথা বলেন।

ঢাকার চীনা দূতাবাস জানায়, ওইদিন দূতাবাসে বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক (বিসিসিসিআই) শাহজাহান মৃধা বেনু চীনা রাষ্ট্রদূত লি জিমিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় চীনের করোনাভাইরাস লড়াইয়ে দেশটির উহান প্রদেশের জনগণের জন্য ১০ হাজার মেডিকেল মাস্ক উপহার দেন।

এসময় চীনা রাষ্ট্রদূত লি জিমিং কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, চীন এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পুরোপুরি সক্ষম এবং আত্মবিশ্বাসী। বৈঠককালে শাহজাহান মৃধা বেনু চীন সরকারের দ্রুত এবং কার্যকর প্রচেষ্টা গ্রহণের প্রশংসা করেন। খুব শিগগিরই এই ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে চীন জয়লাভ করবে বলে প্রত্যশা করেন তিনি।


   আরও সংবাদ