ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ ভাদ্র ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

চৌগাছায় মৎস্য চাষীদের প্রশিক্ষণ কর্মশালা


প্রকাশ: ৯ ফেব্রুয়ারী, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


চৌগাছায় মৎস্য চাষীদের প্রশিক্ষণ কর্মশালা

   

চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছায় ইউনিয়ন পর্যায়ে সিআইজি ও নন-সিআইজি মৎস্য চাষীদের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলা মৎস্য অফিসের আয়োজনে ২০১৯-২০ অর্থবছরের ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ-ষষ প্রজেক্ট (এনএটিপি -২) প্রকল্পের আওতায় ফুলসারা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন হলরুমে ইউনিয়ন পর্যায়ে সিআইজি ও নন- সিআইজি মৎস্য চাষীদের নিয়ে এই অভিজ্ঞতা বিনিময় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস্য অফিসার এসএম শাহ্জাহান সিরাজের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ডক্টর মোস্তানিছুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা মৎস অফিসের ক্ষেত্রসহকারী মুক্তাদুর রহমান, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যুবলীগ নেতা প্রভাষক হারুন অর রশিদ, ইউপি সদস্য (অব) সার্জন আবুল কাশেম প্রমুখ।


   আরও সংবাদ