ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ ভাদ্র ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

রবীন্দ্র ও নজরুলের রচনা স্বাধীনতা যুদ্ধে প্রেরণা যুগিয়েছে : রাবাব ফাতিমা


প্রকাশ: ২০ জুলাই, ২০১৯ ১৪:০০ অপরাহ্ন


রবীন্দ্র ও নজরুলের রচনা স্বাধীনতা যুদ্ধে প্রেরণা যুগিয়েছে : রাবাব ফাতিমা

   

জাপান টোকিও থেকে শিপলু জামান : কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরের  রচনাসমূহ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় বিশেষ প্রেরণা যুগিয়েছিল বলে মন্তব্য করে। জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেন, স্বাধীনতার পরে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাজী নজরুল ইসলামকে বাংলাদেশে নিয়ে আসেন এবং জাতীয় কবির মর্যাদা দেন।

রোববার (২১ জুলাই) টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০তম জন্মবার্ষিকী এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু অডিটোরিয়ামে রবীন্দ্র নজরুল জয়ন্তী উদযাপন করেন। 

তিনি বলেব্ন, বাংলা সাহিত্যের উজ্জ্বলতম এই দুই নক্ষত্রের অবদান অনস্বীকার্য। এসময় তাদের রচিত গান, কবিতা, উপন্যাস, গল্প, নাটকের বিভিন্ন সুন্দর দিক সমূহ তুলে ধরে। তাদের ধর্মনিরপেক্ষ সৃষ্টি কর্মসমূহের প্রাসঙ্গিকতা অতীতের যে কোন সময়ের চেয়ে বেশি বলে রাবাব ফাতিমা উল্লেখ করেন।

এই আয়োজনের মধ্যে অন্যতম আকর্ষণ ছিল শীর্ষস্থানীয় বাংলাদেশ কমিউনিটির সদস্যদের অংশগ্রহণে রবীন্দ্র সংগীত, নজরুল গীতি, কবিতা ও নাচ পরিবেশন।

উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠিত জাপানিজ নাগরিকগণ, বাংলাদেশ কমিউনিটি এবং বাংলাদেশ দূতাবাসের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


   আরও সংবাদ