ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ ভাদ্র ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫

মায়ের মরদেহ রেখে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করলেন লিখন


প্রকাশ: ১১ ফেব্রুয়ারী, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


মায়ের মরদেহ রেখে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করলেন লিখন

   

মণিরামপুর প্রতিনিধিঃ মায়ের মরদেহ বাড়িতে রেখেই এসএসসি পরীা দিলর্  লিখন চক্রবর্ত্তী। পরীা দিয়ে ফিরে বিকালে মায়ের চিতায় আগুন দেয় সে। লিখন চক্রবর্তী মণিরামপুর পৌর এলাকার তাহেরপুর গ্রামের সন্তোষ চক্রবর্ত্তীর ছেলে। লিখন চলতি বছর মণিরামপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়েছে।  

জানা যায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে লিখনের মা মল্লিকা চক্রবর্তী (৫২) পরলোক গমন করেন। পর দিন মঙ্গলবার ছিল লিখনের গণিত পরীা। মায়ের মরদেহ বাড়ীতে রেখে পরীা দিয়ে বাড়ি ফিরে বিকালে পৌরসভার তাহেরপুর মহাশ্মশানে লিখন তার মায়ের শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন করে।

এখনও বাড়িতে চলছে শোকের মাতম। শোকাবহ পরিবেশের মধ্যে আজ বুধবার সকালে আইসিটি পরীা দেয় লিখন। 

মণিরামপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ জানান,সোমবার রাত অনুমান সাড়ে ৮টার দিকে লিখনের মা মল্লিকা চক্রবর্তী পরলোক গমন করেন। দীর্ঘদিন তিনি জটিল রোগে ভুগছিলেন। 

তিনি আরও জানান, লিখন ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত সব পরীায় ১ম স্থান লাভ করেছে। এবারের এসএসসি পরীায়ও সে ভাল ফলাফল অর্জন করবে বলে তিনি আশাবাদী।


   আরও সংবাদ