ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ ভাদ্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

নরসিংদীতে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে সচেতনামুলক সভা


প্রকাশ: ১১ ফেব্রুয়ারী, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


নরসিংদীতে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে সচেতনামুলক সভা

   

নরসিংদী প্রতিনিধিঃ  নরসিংদীর পলাশে বাল্যবিবাহ, নারী নির্যাতন, ইভটিজিং, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি ২০২০) বিকেলে পলাশ উপজেলা প্রশাসনের আয়োজনে পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন, জিনারদী ইউপি চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ.কে.এম ফজলুল হক, পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুন চন্দ্র দাস, শিক্ষার্থী ও অভিভাবকগণ।

প্রধান অতিথি সৈয়দ জাবেদ হোসেন বলেন, সমাজের প্রতিটি স্তর থেকে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে , যাতে সমাজে কোথাও দুষ্টচক্র অসামাজিক কার্য্যকলাপ ছড়িয়ে দিতে না পাড়ে। তাছাড়া ছাত্র শিক্ষক অবিভাবক আমরা সচেতন হলে কিছুতেই এইসব অসামাজিক ব্যাধি আমাদের স্পর্শ করতে পারবেনা।


   আরও সংবাদ