ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ ভাদ্র ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

‘কাছে আসা’ নিয়ে আলোচনায় তাহসান ও সায়লা


প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


‘কাছে আসা’ নিয়ে আলোচনায় তাহসান ও সায়লা

   

বিনোদন ডেস্ক : ভালোবাসা দিবস উপলক্ষে নির্মাতা মাবরুব রশীদ বান্নাহ নির্মাণ করেছেন নাটক ‘কাছে আসা’। প্রেম, ভালোবাসা, চাওয়া-পাওয়া আর আবেগের মিশেলে নির্মিত এ নাটকের বিশেষ দুটি চরিত্রে অভিনয় করেছেন তাহসান খান ও সায়লা সাবি।

এ নাটক প্রসঙ্গে তাহসান খান বলেন, অনেক সময় শিল্পের নামকরণ দেখেই দর্শকরা গল্প সম্পর্কে অনুমান করতে পারেন। তেমনই একটি নাটক ‘আছে আসা’। তবে নাটকের গল্পে দর্শকদের প্রত্যাশার চাইতে ভিন্ন কিছু রয়েছে। সায়লা সাবির সঙ্গে এর আগেও দর্শক আমাকে দেখেছেন। রেসপন্স খুব ভালো ছিলো। 

বান্নাহ’র পরিচালনায়ও দর্শক আমাকে ভালোভাবেই গ্রহণ করেছেন। এ নাটকটি প্রচারের পর বোঝা যাবে, দর্শক কীভাবে নাটকটি গ্রহণ করছেন। তার আগে মন্তব্য করা মুশকিল। তবে আশা করছি, ভালো কিছুই হবে। লুমিনো পিকচার্স’র ব্যানারে নির্মিত নাটকটি প্রযোজনা করেছেন আর. এইচ তানভীর। আগামীকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে নাটক ‘কাছে আসা’।


   আরও সংবাদ