ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ ভাদ্র ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

কালীগঞ্জে বীরঙ্গনার ঘরের চাবি হস্তান্তর করলেন ডিসি


প্রকাশ: ১৭ ফেব্রুয়ারী, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


কালীগঞ্জে বীরঙ্গনার ঘরের চাবি হস্তান্তর করলেন ডিসি

   

 

নরসিংদী প্রতিনিধিঃ কালীগঞ্জে একমাত্র বীরঙ্গনা আনোয়ারা বেগমের জন্য নির্মিত ঘরের চাবি হস্তান্তর করলেন গাজীপুর জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম। 

কালীগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড মুলগাঁও এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ে আওতায় খাসজমির ওপর সরকারি অর্থায়নে বীরঙ্গনা আনোয়ারা বেগমের জন্য দুই রুম বিশিষ্ট বারান্দাসহ একটি ঘর ও টয়লেট  নির্মাণ করা হয়।

 মঙ্গলবার [১৮ ফেব্রুয়ারী ২০২০] দুপুরে গাজীপুর জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম বীরঙ্গনার জন্য নির্মিত ঘর পরিদর্শনে আসেন এবং বীরঙ্গনা আনোয়ারা বেগমের০ কাছে তার ঘরের চাবি হস্তান্তর করেন। আড়াই লাখ টাকা ব্যয়ে ঘরটি নির্মাণ করে দিয়েছেন সরকার বলে উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন অধিদপ্তর সূত্রে জানা যায়। 

এই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক, উপজেলা সহকারী কমিশনার [ভূমি] মোহাম্মদ জুবের আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. মোস্তফা মিয়াসহ বহু সংখ্যক বীরমুক্তিযোদ্ধা ও স্হানীয় নেতৃবৃন্দ শুধীজন। 


   আরও সংবাদ