ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ ভাদ্র ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

জবিতে বাঁধন অফিসে তালা, কেন্দ্র থেকে কার্যক্রম স্থগিতাদেশ


প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


জবিতে বাঁধন অফিসে তালা, কেন্দ্র থেকে কার্যক্রম স্থগিতাদেশ

   

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) বাঁধন ইউনিটের অফিসে সাবেক কমিটির একাংশ তালা দেওয়ার পরে স্থগিতাদেশ দিয়েছে বাঁধন কেন্দ্রীয় কমিটি।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে কেন্দ্রীয় কমিটির সভাপতি হুসাইন মোহাম্মদ সিদ্দিকিন সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ স্থগিতাদেশের তথ্য নিশ্চিত করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশতঃ বাঁধন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিটের সকল কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হলো। পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আগামী সাত দিনের মধ্যে বাঁধন ইউনিটের সকল আর্থিক ও দাপ্তরিক হিসাব কেন্দ্রীয় কমিটির কাছে হস্তান্তর করার নির্দেশ দেয়া হলো।

এদিকে বিজ্ঞপ্তির আগে সকাল সাড়ে ১০টার দিকে সাবেক সভাপতি (২০১৯ কমিটি)  নিয়াজ শরীফ টুটুলের সভাপতিত্বে ২০২০ কমিটিকে অবৈধ ঘোষণা করা হয় এবং ২০১৯ কমিটির বাঁধন ইউনিট পরিচালনা করার সিদ্ধান্তে অফিসে দুইটি নতুন তালা দিয়ে রাখে এর কার্যনির্বাহী ও সাধারণ কর্মীরা।

উল্লেখ্য, জবি বাঁধন ইউনিটের সমস্যা সমাধানে সেন্ট্রালের পক্ষ থেকে এর আগে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।


   আরও সংবাদ