ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ ভাদ্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

জেলা প্রশাসনের আয়োজনে নরসিংদীতে কবিতা পাঠের আসর অনুষ্ঠিত


প্রকাশ: ২০ ফেব্রুয়ারী, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


জেলা প্রশাসনের আয়োজনে নরসিংদীতে কবিতা পাঠের আসর অনুষ্ঠিত

   

 

বোরহান মেহেদীঃ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়াম সংলগ্ন শহীদ মিনার প্রাঙ্গণে ২০ ফেব্রুয়ারি ২০২০ তারিখ রাতে জেলা প্রশাসন আয়োজিত "কবিতা পাঠের আসর"-তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন। এ সময়ে শহীদ মিনার বেদীতে কবিতা আবৃত্তি করেন ঢাকা ও নরসিংদীর আবৃত্তি শিল্পীগণ।

২১ আমাদের অহংকার। শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সকল ভাষা শহীদদের যাদের জীবনের বিনিময়ে পেয়েছি আমাদের বাংলা ভাষা সকল ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।মনে পড়ে বায়ান্নর একুশে ফেব্রুয়ারী।

লাখো বাঙালির কাতর চিত্তে করুন আহাজারি.
একুশ তুমি বাংলার মানুষের হৃদয় ভরা আশা,
তোমার কারণে পেয়েছি আজ কাঙ্খিত মাতৃভাষা.
রক্ত ঝরালো সালাম, বরকত, রফিক, শফিক, জব্বার,
বায়ান্নর সেই করুন কাহিনী মনে পড়ে বারবার.
স্মৃতির পাতায় ভেসে ওঠে সেই বিষন্ন দিনের কথা,
যত ভাবি ততই যেন মনে পাই বড় ব্যথা.
প্রতিবাদে মুখর দৃঢ় চিত্তে বাংলার দামাল ছেলে,
আরো আছে কত শ্রমিক, যুবক, নারী, কৃষক ও জেলে.
অবশেষে দাবি মেনে নিতে বাধ্য হলো সরকার,
বাঙালিরা পেল মাতৃভাষার সোনালী দিবাকর.
রক্তের বিনিময়ে পেয়েছি আজ কাঙ্খিত মাতৃভাষা।

একুশ তুমি চির অমর তুমি আমাদের ভালো বাসা। এই রকম ব্যতিক্রমী আয়োজন নরসিংদীর মানুষ মহান শহীদ ও আন্তর্জাতিক ভাষা দিবস উদযাপনে প্রথম দেখলো, দেশপ্রেমে উদবুদ্ধ এক বাঙ্গালি চেতনার মুলধারা এক অনন্য নরসিংদীর জেলা প্রশাসক ফারহানা কাউনাইনকে। এসময় উপস্হিত কবি ও শুধীজন জেলা প্রসাশককে মহান একুশের চেতনায় উদ্বেলিত শ্রদ্ধা ও শুভেচ্ছা জানান।


   আরও সংবাদ