ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ ভাদ্র ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

বিশ্ব একাদশের বিপক্ষে এশিয়া একাদশের অধিয়ানকের নাম প্রকাশ


প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


বিশ্ব একাদশের বিপক্ষে এশিয়া একাদশের অধিয়ানকের নাম প্রকাশ

   

 


স্পোর্টস ডেস্কঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে দুটি প্রীতি টি-২০ ম্যাচ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) । মার্চের ২১ ও ২২ তারিখ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচ দুটি ।

ম্যাচটিতে এশিয়া একাদশের প্রতিপক্ষ হিসেবে থাকবে ‘রেস্ট অব দি ওয়ার্ল্ড’ একাদশ । এশিয়া একাদশের হয়ে মাঠ নামবেন ৪ জন ভারতীয় ক্রিকেটার ।

৪ জন ভারতীয় ক্রিকেটারকে এই দুই ম্যাচের জন্য বাংলাদেশে পাঠানোর ব্যাপারে আগেই নিশ্চিত করেছিল বিসিসিআই ।
এই চার ক্রিকেটারই ভারত জাতীয় দলের বর্তমান সদস্য । তারা হলেন- ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি, শিখর ধাওয়ান, মোহাম্মদ শামি ও কূলদ্বীপ যাদব। এশিয়া একাদশের অধিনায়কের দায়িত্ব পালন করবেন কোহলি ।

ম্যাচে এশিয়ার তারকা ক্রিকেটাররা নামবেন এশিয়া অল স্টার একাদশের হয়ে । আর বাকি মহাদেশগুলোর তারকায় তৈরী হবে রেস্ট অব দ্যা ওয়ার্ল্ড দলটি ।

মুজির বর্ষের এই আয়োজনকে রাঙিয়ে তুলতে বেশ সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে বিসিবি । ম্যাচটি মাঠে বসে যারা দেখতে পারবেন না, তাদের কথা চিন্তা করে অত্যাধুনিক সব প্রযুক্তির ব্যবহারে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে ।


   আরও সংবাদ