ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ ভাদ্র ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

টিএসসিতে পথশিশুদের স্কুলে ক্লাস নিলেন রাব্বানী


প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


টিএসসিতে পথশিশুদের স্কুলে ক্লাস নিলেন রাব্বানী

   

 

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সুবিধাবঞ্চিত ছিন্নমূল পথশিশুদের লেখাপড়া শেখানোর উদ্দেশ্যে ৩৫ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করলো ‘পদ্ম স্কুল’৷ মঙ্গলবার দুপুরে স্কুলটির প্রথম ক্লাসে শিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানী।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেভ দ্য টুমরো’র যৌথ উদ্যোগে এই স্কুলের পথচলা শুরু হল।

জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারাই স্কুলটি পরিচালিত হবে। টিএসসির সুইমিংপুল প্রাঙ্গণে প্রাথমিকভাবে সপ্তাহে শুক্রবার ও মঙ্গলবার দুইদিন ক্লাস চলবে। পরবর্তীতে ভালো সাড়া পাওয়া গেলে ক্লাস তিনদিন করা হবে। স্কুলটি সুন্দরভাবে পরিচালনার জন্য ডাকসু পক্ষ থেকে সকল ধরণের সহযোগিতা করবেন বলে জানান জিএস গোলাম রাব্বানী।

গোলাম রাব্বানী বলেন, সমাজের সুহৃদগণ চাইলে, পথশিশুদের একটা সুন্দর আগামী উপহার দিতে সাধ্যমতো পাশে দাঁড়াতে পারেন। মানুষ মানুষের জন্য; জীবন জীবনের জন্য।


   আরও সংবাদ