ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ ভাদ্র ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

গণপিটুনিতে রেণু হত্যা: গ্রেফতার আরও ৫


প্রকাশ: ২৪ জুলাই, ২০১৯ ১৪:০০ অপরাহ্ন


গণপিটুনিতে রেণু হত্যা: গ্রেফতার আরও ৫

   

রাজধানীর বাড্ডায় গুজবকে কেন্দ্র করে ‘গণপিটুনিতে’ তাসলিমা বেগম রেণুকে হত্যার ঘটনায় আরও পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাতে বাড্ডার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ নিয়ে রেণু হত্যাকাণ্ডে মোট ১৩ জনকে গ্রেফতার করা হলো।

নতুন করে গ্রেফতার পাঁচজন হলেন- মুরাদ (২২), সোহেল রানা (৩০), বিল্লাল হোসেন (২৮), আসাদুল ইসলাম (২২) ও রাজু আহমেদ (২৩)।

এ বিষয়ে বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, গণপিটুনির ভিডিও ফুটেজ দেখে এই পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার পাঁচজনকে আজ আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।

পুলিশ জানায়, রেণু হত্যা মামলায় এর আগে আরও সাতজনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে মোট ১২ জনকে গ্রেফতার করা হলো।

প্রসঙ্গত, গত শনিবার সকালে বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসেন তাসলিমা বেগম রেনু। তার দুই সন্তানের ভর্তির বিষয়ে খোঁজ নিতে গেলে স্কুলের গেটে কয়েকজন নারী তাসলিমার নাম-পরিচয় জানতে চান। পরে লোকজন তাসলিমাকে স্কুলের প্রধান শিক্ষকের কক্ষে নেন। কিছুক্ষণের মধ্যে বাইরে কয়েকশ লোক একত্র হয়ে তাসলিমাকে প্রধান শিক্ষকের কক্ষ থেকে বের করে নিয়ে যায়। স্কুলের ফাঁকা জায়গায় এলোপাতাড়ি মারপিট করে গুরুতর জখম করে। পরে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন তিনি মারা যান।


   আরও সংবাদ