ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ ভাদ্র ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

৩৬ হাজার করোনাই আক্রান্ত ব্যক্তি চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছে


প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


৩৬ হাজার করোনাই আক্রান্ত ব্যক্তি চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছে

   

আন্তর্জাতিক ডেস্ক : চীনে সবশেষ হিসাব অনুযায়ী নভেল করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার ৮২৪ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৭শ ৭৮ জনের। এত মৃত্যু ও আক্রান্তের মধ্যেও হাসপাতালে চিকিৎসা দিয়ে দেশটি সারিয়ে তুলেছে ৩৬ হাজার ১১৭ জন রোগীকে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দেশটির সংবাদমাধ্যম সিনহুয়া এ তথ্য জানিয়েছে চীনা স্বাস্থ্য অধিদপ্তরের বরাতে।

শুধু বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে ৩ হাজার ৬২২ জন। জানাচ্ছে দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন।

বিশ্বব্যাপী দিন দিন বেড়েই চলেছে করোনা ভাইরাসে আক্রান্ত দেশের সংখ্যা। শেষ খবর পর্যন্ত বিশ্বের ৫৩টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী এ ভাইরাস। মহামারী আকার নেওয়া এ ভাইরাস চীনের উহান থেকে ছড়ায়। তবে রোগী সুস্থ করে তোলার হার ক্রমে বাড়ছে দেশটিতে।


   আরও সংবাদ