ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ ভাদ্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু


প্রকাশ: ২৬ জুলাই, ২০১৯ ১৪:০০ অপরাহ্ন


ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

   

ঢাবি প্রতিনিধি : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফিরোজ কবির নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই শিক্ষার্থী ঢাবি  ফাইন্যান্স বিভাগের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের ২০তম ব্যাচের ছাত্র।

প্রক্টর জানান, শুক্রবার (২৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফিরোজ কবিরের গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলায়।

সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী সারাবাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানা যায়, সম্প্রতি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন ফিরোজ কবির। পরে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সেখানে তার বাবা ও মা উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাত সাড়ে ৯টার দিকে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফিরোজ কবির মারা গেছে। সেখানে হল প্রভোস্ট রয়েছেন।


   আরও সংবাদ