ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ ভাদ্র ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

শৃঙ্খলা ভঙ্গের দায়ে কামালের গণফোরাম থেকে ৪ নেতা বহিষ্কার


প্রকাশ: ১ মার্চ, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


শৃঙ্খলা ভঙ্গের দায়ে কামালের গণফোরাম থেকে ৪ নেতা বহিষ্কার

   

স্টাফ রিপোর্টার : সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় স্বার্থবিরোধী কার্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে গণফোরামের চার নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকট হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক লতিফুল বারী হামিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক খান সিদ্দিকুর রহমান এবং প্রবাসীকল্যাণ সম্পাদক আব্দুল হাছিব চৌধুরী।

সোমবার (২ মার্চ) দুপুরে গণফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মোশতাক আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্রমাগতভাবে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযাগে ওই চারজনকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। এর জবাব না দিয়ে সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও উচ্ছৃঙ্খল আচার-আচরণ অব্যাহত রাখায় সংগঠনের বৃহত্তর স্বার্থে গণফোরামের প্রাথমিক সদস্য পদ থেকে তাদের অব্যাহতি দেয়া হয়েছে।


   আরও সংবাদ