ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ ভাদ্র ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

প্রধানমন্ত্রী সঙ্গে হর্ষবর্ধন শ্রিংলার সৌজন্যে সাক্ষাত


প্রকাশ: ১ মার্চ, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


প্রধানমন্ত্রী সঙ্গে হর্ষবর্ধন শ্রিংলার সৌজন্যে সাক্ষাত

   

কূটনৈতিক প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশে সফররত ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিং সৌজন্যে সাক্ষাত করেন আজ রাতে।

সোমবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন ঢাকা সফররত দেশটির পররাষ্ট্র সচিব। 

এ সময় শ্রিংলাকে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা পৌঁছে দিতে বলেন শেখ হাসিনা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিষয়ে আলোচনা হয়। 

এছাড়া দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং উপ-আঞ্চলিক সংযোগ সম্পর্কিত বিষয়ে বৈঠকে আলোচনা হয়।

কোভিড-১৯ প্রতিরোধের সতর্কতা সম্পর্কে প্রধানমন্ত্রী শ্রিংলাকে বলেন, বাংলাদেশ ইতোমধ্যেই করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য একটি হাসপাতালের ব্যবস্থা রেখেছে।

ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়ন, শিশু মৃত্যু হার হ্রাস, নারী শিক্ষা এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা সাফল্যের ভূয়শী প্রশংসা করেন। বাংলাদেশের তৈরী পোশাক শিল্পের উন্নয়নেরও প্রশংসা করেন।


   আরও সংবাদ