ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ ভাদ্র ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

ঠাকুরগাঁওয়ে বৃদ্ধ বাবাকে মারপিট করে যুবকের কারাদণ্ড


প্রকাশ: ২ মার্চ, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


ঠাকুরগাঁওয়ে বৃদ্ধ বাবাকে মারপিট করে যুবকের কারাদণ্ড

   


 

জেলা প্রতিনিধি : বৃদ্ধ বাবাকে মারধরের অপরাধে ঠাকুরগাঁওয়ে দিলদার আলী (৩৪) নমে এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা পৌরসভা এলাকার নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। সাজাপ্রাপ্ত যুবককে কারাগারে পাঠানো হয়েছে।

সূত্র জানায়, নিশ্চিন্তপুর গ্রামের দিলদার আলী সোমবার নিজ বাড়িতে বসে গাঁজা সেবন করছিলেন। এরপর নেশার ঘোরে বৃদ্ধ বাবা মফিজ উদ্দীনকে মারধর করেন। এ দৃশ্য প্রতিবেশিরা দেখে মোবাইল ফোনে ঘটনা জানান প্রশাসনের কর্মকর্তাদের। সংবাদ পেয়ে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন দ্রুত অভিযান চালান গ্রামটিত। তিনি পুলিশসহ ঘটনাস্থলে উপস্থিত হন। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে বিচার করা হয় দিলদার আলীর।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, 'সাজাপ্রাপ্ত যুবকের বিরুদ্ধে গ্রামবাসীরা মৌখিক অভিযোগ করেন। ঘটনাস্থলে পৌছে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে দিলদার আলীকে প্রকাশ্যে মাদক সেবন, বৃদ্ধ বাবাকে মারধর ও বিশৃঙ্খলা করার অপরাধে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।'


   আরও সংবাদ