ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ ভাদ্র ১৪৩১, ৯ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর রাস্তায় গাছ ফেলে সড়ক অবরোধ করেছে আ.লীগ


প্রকাশ: ২ মার্চ, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


পিরোজপুর রাস্তায় গাছ ফেলে সড়ক অবরোধ করেছে আ.লীগ

   

পিরোজপুর সংবাদাতা : পিরোজপুর সদর আসনের সাবেক এমপি, জেলার আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব একেএম আউওয়াল ও মহিলা লীগের সভানেত্রী লায়লা পারভিনকে দুদকের মামলায় আদালত জেলে পাঠানোর প্রতিবাদে জেলা শহরে থমথমে অবস্থা বিরাজ করছে৷ 

নির্ধারিত সময় আদালতে হাজিরের খবরে জেলার প্রতিটি থানা থেকে সকাল থেকেই লোকজন এসে জেলায় অবস্থান নেয়৷ আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে লোকজন মিছিল নিয়ে আদালত চত্তরে যাওয়ার চেষ্টা করে৷ 

পিরোজপুর জেলা সার্কিট হাউজে মিছিল আটকে দেয় পুলিশ৷ বেলা সাড়ে ১২ টার দিকে আদালতের রায় শোনার পর উপস্থিত নেতা কর্মীরা বিক্ষোভ এ ফেটে পরে৷ 

এ সময় তারা মিছিল নিয়ে জেলা শহরের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশের বাধার মূখে পরে৷ আউয়াল এর অনুসারী অপর একটি দল টাউন ক্লাবের সামনে অবস্থান নেয়৷ 

পরে দুপুর ১টার দিকে তারা একটি মিছিল নিয়ে শহরের বিভিন্ন স্থানে প্রদক্ষিণ করে৷ এ সময় বিক্ষিপ্ত নেতা কর্মীরা রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দেয়৷ বন্ধ হয়ে যায় দোকান পাট৷ 

অন্যদিক তার গ্রামের বাড়ি শংকরপাশায় বিক্ষিপ্ত জনগণ বরিশাল, ভান্ডারিয়ার যাওয়ার রাস্তায় গুড়ি ফেলে বন্ধ করে দিয়ে রাস্তায় টায়ার জালিয়ে প্রতিবাদ জানায়৷ 

জানা গেছে, আউয়াল ও তার স্ত্রীর জামিন নাকচের প্রতিবাদে বেশ কয়েকটি দোকান ও গাড়ি ভাংচুর চালায়৷ ইতোমধ্যে শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ ও র্যব মোতায়েন করা হয়েছে ৷ 

এ ব্যপারে জেলার অতিরিক্ত পুলিশ সুপার আজাদ জানা, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোন কারন নেই৷ যে কোন ধরনের সহিংস ঘটনা রোধো অতিরিক্ত পুলিশ মাঠে রয়েছে৷


   আরও সংবাদ