ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ ভাদ্র ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

ছাত্রশিবির যেখানে পাওয়া যাবে, সেখানেই পিটানোর ঘোষণা : রাবি ছাত্রলীগের


প্রকাশ: ২ মার্চ, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


ছাত্রশিবির যেখানে পাওয়া যাবে, সেখানেই পিটানোর ঘোষণা : রাবি ছাত্রলীগের

   

রাবি সংবাদদাতা : রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ছাত্রশিবিররের নেতাকর্মীদের যেখানে পাওয়া যাবে, সেখানেই তাদের পিটিয়ে পুলিশের হাতে তুলে দেয়া হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের কোন জায়গায় ছাত্রশিবিররর নেতাকর্মীদের ঠাঁই হবে না।

নোয়াখালী ও খুলনায় ছাত্রলীগের দুই নেতাকর্মী হত্যার ঘটনায় এক বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচিতে এই ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া।

মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে দলীয় টেন্ট থেকে নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে একইস্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে শাখা ছাত্রলীগের সভাপতি সবার উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

সমাবেশে রাবি ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, 'আমরা মুজিববর্ষ পালন করতে যাচ্ছি।

ঠিক সে সময় আমাদের ভাইদের হত্যা করা হচ্ছে। বাংলাদেশ যখন উন্নয়নের ধারায় এগিয়ে যাচ্ছে ঠিক সে সময় আমাদের ভাইদের রক্ত ঝড়ছে। আর কত রক্ত গেলে জামায়াত-শিবিরের রাজনীতি বন্ধ হবে? আমরা জামায়াত-শিবিরমুক্ত ক্যাম্পাস গড়েছি। ক্যাম্পাসে জামায়াত-শিবিরের রাজনীতি বন্ধ করেছি। আমাদের মধ্যে যেন কোন অনুপ্রবেশকারী না থাকে সেজন্য সজাগ থাকতে হবে।

একইসঙ্গে জামায়াত-শিবিরের রাজনীতি বন্ধ করতে হবে। '

রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর সঞ্চালনায় সমাবেশে রাবি শাখার ছাত্রলীগ নেতৃবৃন্দ, বিভিন্ন হল, অনুষদ ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


   আরও সংবাদ