ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ ভাদ্র ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

নরসিংদীর পলাশ শিল্পাঞ্চল কলেজে ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠি


প্রকাশ: ৩ মার্চ, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


নরসিংদীর পলাশ শিল্পাঞ্চল কলেজে ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠি

   

 

নরসিংদী প্রতিনিধিঃ   "সুস্থ্য শরীর সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন"-এ শ্লোগানে নরসিংদীর পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার [০৪ মার্চ] কলেজ মাঠে দিনব্যাপি এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ।
পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রাশেদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক ও পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা [ওসি]শেখ নাসির উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আবুল হোসেন খান, পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, কাউন্সিলর জুলহাস মিয়া, আলম খন্দকার, কবির হোসেন, শহিদুল ইসলাম রুমেল, কামরুল ইসলাম, কলেজের প্রভাষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেষে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খাঁন এসময় তাঁর বক্তব্যে বলেন, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা কর্তৃক বাংলাদেশের আজকের উন্নয়ন অগ্রগতিকে ধরে রাখার আহব্বান জানান। অধ্যায়নরত সকল শিক্ষার্থীদের মন দিয়ে পড়াশুনা করার উপদেশ দেন। ভালো রেজাল্টের মাধ্যমে পড়াশুনা শেষ করে একদিন বড় মানুষ হয়ে তোমরাও দেশকে এগিয়ে নিয়ে যাবে এই প্রত্যাশা রাখি। সত্য, সুন্দরকে অবলম্বন করে সাধনা করে এগিয়ে যাও, তোমাদের স্বপ্ন পূরণ অবশ্যই হবে। ভালো মানুষ হবার অবশ্যই শিক্ষার বিকল্প নেই।


   আরও সংবাদ